হুমায়ূন আহমেদ কে আহমদ ছফা যে চোখে দেখতেন | Ahmed Sofa | Humayun Ahmed

আহমদ ছফা এবং হুমায়ূন আহমেদের মধ্যে একসময় অত্যন্ত সু-সম্পর্ক ছিল। হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত রককে প্রকাশের ব্যাপারে আহমদ ছফা অত্যান্ত জোরালো ভূমিকার রেখেছিলেন। কিন্তু পরবর্তীতে প্রত্যাশা প্রাপ্তি এবং মান অভিমানের কারনের তাদের মধ্যে সেই সম্পর্ক আর বজায়ে থাকেনি, কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। আর এই সম্পর্ক কাছ থেকে দেখেছেন লেখক এবং আহমদ ছফার ভ্রাতুষ্পুত্র নূরুল আনোয়ার। এই ভিডিও ব্লগে আমরা তাঁর কাছ থেকে শুনব এই দুই কিংবদন্তীর মধ্যকার সম্পর্কের গল্প।

Comments