বলবোনা গো আর কোনদিন | Bolbona Go Ar Kono Din | Sukumar Baul er gaan | Be...

বলবনাগো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে গানটির গীতিকার, সুরকার এবং গায়ক বাউল সুকুমার https://youtu.be/y7wMnIvL3II Song: Bolbona Go Ar Kono Din Bhalobasho Tumi More Lyrics, Tune & Singe: Baul Sukumar বলবো না গো আর কোনদিন ভালবাস তুমি মোরে। বলে ছিলে গো ভালবাসি গো আজ কেন গো এমন ও হল (২)। এমন ও হল এমন ও হল বলবো না গো আর কোনদিন ভাল বাস তুমি মোরে। ভালবাসাতে যদি হয় অপরাধ তাই নিয়ে গো কেন প্রতিবাদ (২)। কেন প্রতিবাদ? কেন প্রতিবাদ? বলবো না গো আর কোনদিন ভালবাস তুমি মোরে। ভালবাসাতে যে পেয়েছি আঘাত সেই অনল গদে জ্বলে বার মাস। বাউলের অন্তরে বাউলের অন্তরে বলবো না গো আর কোনদিন ভালবাস তুমি মোরে।

Comments