মাহমুদুর রহমান দীপন একজন বাংলাদেশী চিত্রকর, ভাস্কর, এবং কবি। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। দীপন দা একেবারে অন্তর্মুখী চরিত্রের মানুষ। চারুকলা অনুষদ ক্যাম্পাসের ভেতর ছোট পন্ড খ্যাত যে চত্তরটা আছে তার মধ্যে তিনটি শিশু আপন মনে খেলা করছে এমন একটি ভাস্কর্য আছে ভাস্কর্যটির নাম ‘ত্রিভু’। এই ত্রিভু ভাস্কর্যটি মাহমুদুর রহমান দীপন তৈরী করেছিলেন ১৯৯৪ সালে। মাহমুদুর রহমান দীপনের একটি চিত্রকর্ম ঢাকার জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। এই ভিডিও ব্লগটির মাধ্যমে আমরা তাঁর শৈশব বর্তমান কর্মকাণ্ড এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানার চেষ্টা করেছি।
Comments
Post a Comment