Historic Beauty Boarding at a glance at old Dhaka | বিউটি বোর্ডিং এক নজরে

‘বিউটি বোর্ডিং’ বাংলাদেশের পুরান ঢাকার একটি দোতলা বাড়ি যার সাথে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির ইতিহাস নিবিড় ভাবে জড়িত। বাংলা সাহিত্যে প্রতিষ্ঠিত একাধিক কিংবদন্তী কবি সাহিত্যিাক এই বাড়িতে আড্ডা দিয়েছেন। বলা চলে এই বাড়িটি একটা সময়ের সংস্কৃতি কর্মীদের আড্ডার কেন্দ্রস্থাল। ১৯৪৭ সালের পূর্বে বিউটি বোর্ডিং এর বর্তমান বাড়িটি ছিল জমিদার সুধীর চন্দ্র দাসের এবং এটি ছিল সোনার বাংলা পত্রিকা অফিস। দেশ ভাগের সময় পত্রিকা অফিসটি কোলকাতায় স্থানান্তরিত হলে ১৯৪৯ সালে দুই ভাই প্রহ্লাদ চন্দ্র সাহা এবং নলিনী মোহন সাহা এই বাড়িটি ভাড়া নিয়ে বিউটি বোর্ডিং গড়ে তোলেন। ১৯৭১ সালের ২৮ মার্চ বিউটি বোর্ডিং এর প্রতিষ্ঠাতা প্রহ্লাদ চন্দ্র সাহা সহ ১৭ জন নিহত হন পাকিস্থানী সেনাবাহিনীর হাতে, তারপর প্রহ্লাদ চন্দ্রের পরিবার কোলাকাতা চলে যান এবং বাংলাদেশ স্বাধীনের পর আবার তারা ঢাকায় চলে আসেন এবং প্রহ্লাদ চন্দ্রের স্ত্রী শ্রীমতি প্রতিভা সাহা তার দুই সন্তান সমর সাহা এবং তারক সাহাকে নিয়ে ১৯৭২ সালে আবার চালু করেন বিউটি বোর্ডিং। সম্প্রতি তারক সাহা মারা গেলে সমর সাহা এই প্রতিষ্ঠানটি পরিচালান করে আসছেন। পুরান ঢাকার বাংলাবাজারের ১নং শ্রীশদাস লেনে অবস্থিত বিউটি বোর্ডিং এ সুলভে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে।

Comments